Sourav Ganguly

শুক্রবার কোহলীদের টি-টোয়েন্টি ম্যাচে দর্শকাসনে সৌরভ

শুক্রবার ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ দেখতে আমদাবাদ উড়ে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনে এসে নিজেই জানালেন সেই কথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ২০:০৮
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায় ফাইল চিত্র

শুক্রবার ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ দেখতে আমদাবাদ উড়ে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনে এসে নিজেই জানালেন সেই কথা। সৌরভ বলেন, ‘‘আগামীকাল আমদাবাদ যাচ্ছি। টি-টোয়েন্টি ম্যাচ দেখতে।’’ শুক্রবারই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড।

Advertisement

বৃহস্পতিবার বাংলা দলের খারাপ খেলার পর্যালোচনা করতে সিএবি-তে বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে হাজির থাকতে আমন্ত্রণ জানানো হয় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আমন্ত্রণে সাড়া দিয়ে সিএবি-তে আসেন সৌরভ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমার সঙ্গে বাংলার ক্রিকেটারদের কথা হয়নি।’’

বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথাও জানান সৌরভ। শুক্রবার সিএবি থেকে বেরনোর সময় বলেছিলেন, ‘‘আমি ওঁর সঙ্গে দেখা করতে যাব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement