RSP

Bengal Polls: এ বার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী

বৃহস্পতিবারই করোনা আক্রান্ত হয়ে মৃ্ত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৭:৪৭
Share:

ভোট প্রচারে আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে ফের করোনার থাবা। এ বার করোনা আক্রান্ত হলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। গুরুতর অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি কোভিড পরীক্ষায় তাঁর সংক্রমণ ধরা পড়ে।

প্রদীপের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত গত বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কয়েক দিন আগে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন জেলার রাজনৈতিক মহল।

বৃহস্পতিবারই করোনা আক্রান্ত হয়ে মৃ্ত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের। বুধবার রাতে তাঁকে জঙ্গিপুর থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement