West Bengal Assembly Election 2021

Bengal Poll: দুবরাজপুরের নতুন তৃণমূল প্রার্থীকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক অনুব্রতের

বীরভূমের দুবরাজপুর কেন্দ্রে অসীমা ধীবরের নাম প্রথমে ঘোষণা হলেও তাঁকে বদলে শুক্রবার নতুন প্রার্থী করা হয়েছে সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক দেবব্রত সাহাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৯:০৮
Share:

বোলপুরে সাংবাদিক বৈঠকে অনুব্রত। নিজস্ব চিত্র।

জেলার রাজনীতির কারবারিদের একাংশ বলছেন, তাঁর ‘আবেদন’ মেনেই শুক্রবার দুবরাজপুরের প্রার্থী বদল করেছেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব। দলের তরফে এই ঘোষণার পরেই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল নতুন প্রার্থী দেবব্রত সাহাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন অনুব্রত। বললেন, ‘‘দেবব্রত খুব ভালো প্রার্থী। উনি জয়লাভ করবেন। দুবরাজপুরের মানুষের ভালো হবে।’’

Advertisement

বীরভূমের দুবরাজপুর কেন্দ্রে অসীমা ধীবরের নাম প্রথমে ঘোষণা হলেও তাঁকে বদলে শুক্রবার নতুন প্রার্থী করা হয়েছে সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক দেবব্রত সাহাকে। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, অসীমাকে প্রার্থী করার বিরোধিতা করেছিলেন অনুব্রত। সেই কারণেই এই বদল।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেও অসীমাকে প্রচার করতে বারণ করা হয়েছিল দলের তরফে। এরপর অসীমা নিজেই সে কথা জানিয়ে বলেছিলেন, ‘‘আমি অপমানিত বোধ করছি।’’ অনুব্রত অবশ্য শুক্রবার নতুন প্রার্থীকে পাশে বসিয়ে বোলপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘অসীমা প্রার্থী হতে চাননি। তাই প্রার্থী বদল করা হয়েছে।’’

Advertisement

২০১৯-এর লোকসভা ভোটের হিসেবে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তুলনায় প্রায় সাড়ে ১৪ হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। যদিও সাংবাদিক ভোটে অনুব্রতের দাবি, ‘‘বিপুল ভোটে দুবরাজপুর থেকে জিতবেন তৃণমূল প্রার্থী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন