TMC

Bengal Polls: নাটাবাড়িতে রবি-মিহিরের যুদ্ধ, তৃণমূল প্রার্থীকে নজরবন্দি করার দাবি তুলল বিজেপি

শুক্রবার রবির বিরুদ্ধে আদর্শ বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের কাছে তাঁকে নজরবন্দি করার দাবি জানিয়েছেন মিহির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ২১:২২
Share:

রবীন্দ্রনাথ ঘোষ ও মিহির গোস্বামী। ফাইল চিত্র

ভোটের আগের দিনই কোচবিহারের নাটাবাড়িতে দুই সূর্যের টক্কর। তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ বনাম তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া মিহির গোস্বামীর। নির্বাচনে অশান্তি পাকাতে পারেন নাটাবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী। এই অভিযোগ করে তাঁকে নজরবন্দি করার দাবিতে এ বার কমিশনের দ্বারস্থ হলেন মিহির। যদিও অশান্তি নিয়ে বিজেপি-কেই বিঁধেছেন রবি।

Advertisement

শুক্রবার রবির বিরুদ্ধে আদর্শ বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের কাছে তাঁকে নজরবন্দি করার দাবি জানিয়েছেন মিহির। কোতোয়ালি থানায় আদর্শ বিধিভঙ্গের লিখিত অভিযোগও জানিয়েছেন নাটাবাড়ির বিজেপি প্রার্থী এবং বিজেপি-র কোচবিহারের জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী। সঞ্জয়ের অভিযোগ, ‘‘রবীন্দ্রনাথ ঘোষ যে ভাবে সংবাদ মাধ্যমে উস্কানিমূলক কথা বলছেন, তাতে শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনের কাছে তাঁকে বাড়িতে নজরবন্দি করার দাবি জানাচ্ছি।’’ একই সুরে মিহিরও বলেন, ‘‘এর আগেও বিভিন্ন নির্বাচনে তাঁকে (রবীন্দ্রনাথ ঘোষ) দেখা গিয়েছে বুথে বুথে গিয়ে ভোট কর্মীদের ধমকাচ্ছেন। ওঁর অভ্যাস এটা। এর আগে এক ব্যাঙ্ককর্মীকেও অফিসের ভিতরে ঢুকে তিনি মারতেও গিয়েছিলেন।’’

পাল্টা তোপ দেগে তৃণমূল প্রার্থী বলছেন, ‘‘বিজেপি ভোটে জিততে পারবে না। হেরে যাবে বুঝতে পেরে বিভিন্ন অভিযোগ করছেন বিজেপি নেতারা। মিহির গোস্বামীর উস্কানিতেই হিংসা ছড়াচ্ছে। আমাদের এক প্রার্থীকে নৃশংস ভাবে খুন করার চেষ্টাও হয়েছে। তাই আমি তাঁকে গ্রেফতারের দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন