Satabdi Roy

Bengal Poll: খানাকুলে তৃণমূলের প্রচারে ‘রোড শো’ শতাব্দীর, স্লোগান ‘খেলা হবে’

খানাকুলের ঠাকুরানিচক থেকে হুডখোলা জিপে ‘রোড শো’ শুরু হয়। শেষ হয় কিশোরপুর এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৯:৪৫
Share:

বৃহস্পতিবার করিমকে সঙ্গে নিয়ে ‘রোড শো’ করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। নিজস্ব চিত্র

নাম ঘোষণার পরের দিন থেকে ভোট প্রচারে নেমে পড়েছিলেন খানাকুলের তৃণমূল প্রার্থী নজিবুল করিম। বৃহস্পতিবার করিমকে সঙ্গে নিয়ে ‘রোড শো’ করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়।

Advertisement

খানাকুলের ঠাকুরানিচক থেকে হুডখোলা জিপে ‘রোড শো’ শুরু হয়। শেষ হয় কিশোরপুর এলাকায়। খানাকুলে শতাব্দীর সামনেই তৃণমূল কর্মী-সমর্থকেরা অতি উৎসাহিত হয়ে ‘রোড শো’-তে ‘খেলা হবে’ ডিজে বাজাতে থাকেন। স্লোগানে গলা মেলান শতাব্দীরা।

দু’বারে বিধায়ক ইকবালের পরিবর্তে এ বার খানাকুলে তৃণমূল প্রার্থী করেছে নিবুলকে। তাঁর প্রচারে বীরভূমের সাংসদ শতাব্দী বলেন, ‘‘মানুষের উচ্ছাস দেখে বোঝাই যাচ্ছে নজিবুল জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম, একটা মুখ একটা আবেগ। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতিতে বিশেষ ভাবে সজাগ। তাই তিনি যেখানেই দাঁড়াবেন জিতবেন।’’ বিজেপি প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীরে নন্দীগ্রামে মমতা হারাবেন বলেও দাবি করেন শতাব্দী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement