Birbaha Hansda

Bengal Polls 2021: ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের

কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে অনেকে আহত হন। এরপর স্থানীয় মানুষ এবং তৃণমূল কর্মীরা পথ অবরোধ করেন। পুলিশ এসে অবরোধ তোলে।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৩:৩৩
Share:

পুরাতন ঝাড়গ্রামে বিক্ষোভকারীদের সাথে কথা বলচ্ছেন প্রার্থী বীরবাহা।

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ঝাড়গ্রামের ভোটারদের মারধর ও হেনস্থার অভিযোগ তুলল তৃণমূল।

Advertisement

শনিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় সাধারণ ভোটদাতাদের উপর কেন্দ্রীয় বাহিনী কোনও প্ররোচনা ছাড়াই কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ। লাঠির আঘাতে অনেকে আহত হন। এরপর স্থানীয় মানুষ এবং তৃণমূল কর্মীরা পথ অবরোধ করেন। পুলিশ এসে অবরোধ তোলে।

ঝাড়গ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদাও কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন। তাঁকে ঘিরে ধরে অভিযোগ জানান তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, বিজেপি এলাকা দখল করার চেষ্টা করছে। তাদের সাহায্য করছে কেন্দ্রীয় বাহিনী।

Advertisement

প্রার্থী বীরবাহা এরপর তাঁর গাড়িতে করে আহতদের হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, ‘‘পুরাতন ঝাড়গ্রাম এলাকায় কোনও গন্ডগোল হয়নি। কেন্দ্রীয় বাহিনী একতরফা ভাবে ভোটারদের মারধর করেছে।’’ যদিও ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় হাঁসদার অনুগামীরা এলাকা দখলের অভিযোগ অস্বীকার করেছেন।

ঝাড়গ্রামের জেলাশাসক তথা ডিইও জয়শ্রী দাশগুপ্ত শনিবার বলেন, ওই এলাকায় জটলা নিয়ে কিছু সমস্যা হয়েছিল বলে তাঁর কানে এসেছে। তিনি বিষয়টি খোঁজ নিতে বলেছেন। অন্যদিকে, জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্য়ায়ের মন্তব্য, ‘‘এ বিষয়ে কেউ এখনও আমাকে কোনও অভিযোগ জানাননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন