TMC

West Bengal Election 2021: পর্যবেক্ষকের দ্বারস্থ তৃণমূল   

এদিন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের কাছে তৃণমূল জেলা সাধারণ সম্পাদক সোমনাথ বেরা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন সভায় উস্কানিমূলক মন্তব্য নিয়ে মৌখিক অভিযোগ জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২১ ০৭:২৭
Share:

প্রতীকী ছবি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় তাঁকে আক্রমণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক ও বিশেষ সাধারণ পর্যবেক্ষকের কাছে উপযুক্ত ও নিরপেক্ষ তদন্তের লিখিত দাবি জানাল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি জেলার ময়না বিধানসভা কেন্দ্রের বাকচা ও ভগবানপুর বিধানসভা কেন্দ্রের আড়গোয়াল, অর্জুননগর ও বরোজ পঞ্চায়েত এলাকায় ঘড়ছাড়া দলীয় নেতা-কর্মী-সমর্থকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করারও লিখিত দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

Advertisement

জাতীয় নির্বাচন কমিশনের নিযুক্ত এরাজ্যে বিধানসভা ভোটে বিশেষ সাধারণ পর্যবেক্ষক ভি নায়েক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে শুক্রবার পশ্চিম মেদিনীপুরে এসেছিলেন। কমিশনের ওই দুই বিশেষ পর্যবেক্ষক এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে মেদিনীপুর সার্কিট হাউসে বৈঠক করেন। বৈঠকের আগে বিশেষ পর্যবেক্ষকরা তিন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডেকে তাঁদের বক্তব্য শোনেন। সেখানেই পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্রের প্রতিনিধি হিসেবে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সোমনাথ বেরা বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে আলাদাভাবে দু’টি চিঠি দেন। সৌমেনবাবু কমিশনের বিশেষ পর্যবেক্ষকদের চিঠি দিয়ে অভিযোগ করেছেন, ১০ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়ায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেই সময় তাঁর উপর হঠাৎ আক্রমণে বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়াও ডান কাঁধে, হাতে ও গলায় আঘাত পেয়েছেন।’’ এই ঘটনার দ্রুত উপযুক্ত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত দুষ্কৃতীদের শাস্তি ও এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য দাবি জানিয়েছেন সৌমেন। আর একটি চিঠিতে তিনি কমিশনের বিশেষ পর্যবেক্ষকদের কাছে অভিযোগ করেছেন, জেলার ময়না বিধানসভা কেন্দ্রের বাকচা ও ভগবানপুর বিধানসভার ভগবানপুর-২ ব্লকের বরোজ ও অর্জুননগর এবং পটাশপুর-২ ব্লকের আড়গোয়াল এলাকায় তৃণমূল নেতাদের জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন বিজেপি নেতারা। স্থানীয় থানাগুলিও ওই সব ঘরছাড়াদের ফেরানোর বিষয়ে পদেক্ষেপ করেনি।

এদিন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের কাছে তৃণমূল জেলা সাধারণ সম্পাদক সোমনাথ বেরা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন সভায় উস্কানিমূলক মন্তব্য নিয়ে মৌখিক অভিযোগ জানিয়েছেন। সৌমেন বলেন, ‘‘’নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ফলে তিনি আহত হয়েছেন। এই ঘটনার উপযুক্ত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির জন্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকদের কাছে অভিযোগ জানিয়েছি।’’

Advertisement

তৃণমূলের অভিযোগ নিয়ে বিজেপি জেলা (তমলুক) নবারুণ নায়েক বলেন,, ‘‘আমরাও চাই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং এই নিয়ে তৃণমূলের মিথ্যাচার বন্ধ হোক। ময়না ও ভগবানপুরে তৃণমূলের নেতা-কর্মীদের ঘরছাড়া থাকার কোনও তথ্য নেই। বরং ওইসব এলাকায় আমাদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। তাঁদের গ্রেফতার করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement