প্রতীকী ছবি।
৫০০ জন কর্মী নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সরকারি ব্যাঙ্কে। ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ রয়েছে। সেই মর্মে তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
অফিস অ্যাসিস্ট্যান্ট (পিয়ন) পদে নিয়োগ করা হবে কর্মী। পশ্চিমবঙ্গ-সহ দেশের প্রায় সব রাজ্য থেকেই কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৫০০। ভারত, নেপাল, এবং ভুটানের মধ্যে যেকোনও একটি দেশের নাগরিকত্ব যাঁদের আছে, তাঁরাই আবেদন করতে পারবেন। আবেদনের জন্য দশম শ্রেণি উত্তীর্ণ হলেই চলবে। যে রাজ্যে নিয়োগ করা হবে সেই জায়গার আঞ্চলিক ভাষা জানতে হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
আবেদন করবেন কী ভাবে?
ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ মে ২০২৫। এই সংক্রান্ত সবিস্তার তথ্য ও শর্তাবলি জানতে ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটটি দেখতে পারেন।