কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাজ্যের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে কর্মখালি রয়েছে। তাতে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মী নিয়োগ করা হবে।
রসায়নে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই কাজের জন্য নির্বাচিত হবেন। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার। নিযুক্তের কাজ এক বছর পাঁচ মাসের চুক্তিতে চলবে। তবে, শূন্যপদ ক’টি, সেই সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়নি।
নিযুক্ত ব্যক্তিকে রাজ্যের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি-র নিয়মানুসারে প্রতি মাসের পারিশ্রমিক দেওয়া হবে। কী ভাবে সংশ্লিষ্ট পদে নির্বাচন করা হবে, তা জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (klyuniv.ac.in) নজর রাখতে পারেন। সেই সম্পর্কিত তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।
আগ্রহীদের সশরীরে আবেদনপত্র জমা দেওয়ার জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে উপস্থিত থাকতে হবে। আবেদনের শেষ দিন ১৪ সেপ্টেম্বর।