প্রতীকী চিত্র।
রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজ়ার লিমিটেডে কর্মখালি। এই রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে ম্যানেজমেন্ট ট্রেনি, ফিনান্স অফিসার এবং সেক্রেটারিয়াল অফিসার পদে কাজের সুযোগ দেওয়া হবে। মোট শূন্যপদ ৭৫।
ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে বাণিজ্য, কলা, বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের আবেদনও গ্রহণ করা হবে। তাঁদের বয়স ২৭ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
ফিনান্স অফিসার পদে নিযুক্ত ব্যক্তির বয়স ৩৪ বছরের মধ্যে হতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) কিংবা সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)-রা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এমবিএ করেছেন, এমন ব্যক্তিদের আবেদনও গ্রহণ করা হবে।
সেক্রেটারিয়াল অফিসার পদে যে কোনও বিষয়ে স্নাতকরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর এবং বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়াও ১০ বছর সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট কিংবা সমতুল্য পদে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
ম্যানেজমেন্ট ট্রেনিরা প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন হিসাবে পাবেন। অফিসার পদে নিযুক্তদের জন্য ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা বেতনতক্রমে প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
অনলাইন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য আলাদা করে আবেদন পত্র পাঠানো প্রয়োজন। আবেদনমূল্য ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। ১৬ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। উল্লিখিত বিভাগে প্রশিক্ষণের বিষয়ে আরও তথ্য জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.rcfltd.com) নজর রাখতে পারেন।