MOEF Recruitment 2025

জুলজ়িক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-সহ বিভিন্ন কেন্দ্রে কর্মখালি, বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় মন্ত্রক

সায়েন্টিস্ট পদে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৪:৫৮
Share:

জুলজ়িক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকে কর্মখালি। সম্প্রতি মন্ত্রকের ওয়েবসাইটে ৩০টি শূন্যপদে সায়েন্টিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীরা একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

উল্লিখিত পদে সরাসরি নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে সায়েন্টিস্ট ‘জি’ পদে আবেদনকারীদের বয়স ৫০ বছর, সায়েন্টিস্ট ‘ডি’ পদপ্রার্থীদের বয়স ৪০ বছর, সায়েন্টিস্ট ‘সি’ এবং সায়েন্টিস্ট ‘বি’ পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।

নিযুক্তদের পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক, বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জুলজ়িক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল মিউজ়িয়াম অফ ন্যাচরাল হিস্ট্রির বিভিন্ন দফতরে কাজ করতে হবে। উদ্ভিদবিদ্যা, জ়ুলজি, বায়োসায়েন্স, মিউজ়িয়োলজি, এনভায়রনমেন্ট সায়েন্সেস বা সমতুল্য বিষয়ে পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা আবেদনের সুযোগ পাবেন। তবে, উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের চার থেকে ২১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

Advertisement

আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র এবং অন্যান্য নথিও পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ৩০ মার্চ। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement