NCERT Recruitment 2025

সাউন্ড রেকর্ডিস্ট-সহ বিভিন্ন পদে কর্মখালি, নিয়োগ দিল্লির কেন্দ্রীয় প্রতিষ্ঠানে

নিযুক্তেরা প্রতি দিনে ২,৫০০ টাকা ভাতা হিসাবে পাবেন। তাঁদের মিডিয়া প্রোডাকশন ডিভিশনের বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৮:১৮
Share:

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ছবি: সংগৃহীত।

নয়া দিল্লির ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এ কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, মিডিয়া প্রোডাকশন ডিভিশনের হিন্দি এবং ইংরেজি ভাষায় সাবলীল অ্যাঙ্কর, গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট, ভিডিয়ো এডিটর, ক্যামেরাপার্সন এবং সাউন্ড রেকর্ডিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাধিক ব্যক্তিকে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হতে পারে।

Advertisement

উল্লিখিত পদে সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, ফাইন আর্টস, সিনেম্যাটোগ্রাফি, ইলেক্ট্রনিক্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিভাগে পূর্বে ন্যূনতম দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিযুক্তদের প্রতিদিনের কাজের ভিত্তিতে ২,৫০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তাই আলাদা করে আবেদন পাঠানোর দরকার নেই।

Advertisement

প্রতিষ্ঠানের নয়া দিল্লির দফতরে ১৭ থেকে ২২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টায় ইন্টারভিউ শুরু হবে। ওই দিন কী কী নথি সঙ্গে রাখতে হবে, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement