ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। নিজস্ব চিত্র।
কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ইঞ্জিনিয়ারিং করেছেন? টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কাজের সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। ওই পদে দু’জনকে নিয়োগ করা হবে।
উল্লিখিত কাজের জন্য পূর্বে সফটওয়্যার কনফিগারেশন এবং কোডিং নিয়ে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি-তে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।
নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৮ জুলাই। আবেদনমূল্য ১,০০০ টাকা। এই বিষয়ে বিশদ জানতে আইআইইএসটি শিবপুরের ওয়েবসাইটে (iiests.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।