IGNOU Admission 2025

দ্বাদশ উত্তীর্ণদের সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ার পাঠ পড়াবে ইগনু, থাকছে ইন্টার্নশিপের সুযোগও

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ জার্নালিজ়ম এবং নিউ মিডিয়া স্টাডিজ়-এর তরফে সংশ্লিষ্ট বিষয়টি স্নাতক স্তরে পড়ানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৩:৩৬
Share:

দ্বাদশ উত্তীর্ণরাও সাংবাদিকতা এবং ডিজিটাল মিডিয়া নিয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ পাবেন। প্রতীকী চিত্র।

দ্বাদশ উত্তীর্ণদের জন্য সাংবাদিকতা এবং ডিজিটাল মিডিয়া নিয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ। এই বিষয়টি নিয়ে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে ব্যাচেলর অফ আর্টস (বিএ) ডিগ্রি কোর্স পড়ানো হবে। তবে, পঠনপাঠন দূরশিক্ষা এবং মুক্তশিক্ষা মাধ্যমে চলবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ জার্নালিজ়ম এবং নিউ মিডিয়া স্টাডিজ়-এর তরফে সংশ্লিষ্ট বিষয়টি স্নাতক স্তরে পড়ানো হবে। ২০২৪-এ ওই বিভাগের তরফে সাংবাদিকতা এবং ডিজিটাল মিডিয়া বিষয়টি চার বছরের স্নাতক ডিগ্রি প্রোগ্রাম হিসাবে চালু করা হয়েছিল। চলতি বছরে জাতীয় শিক্ষা নীতি ২০২০ অনুযায়ী, ওই কোর্সের সময়সীমা ছ’বছর থেকে আট বছর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সে ক্ষেত্রে কেউ যদি তিন বছরের মধ্যে কোর্স সম্পূর্ণ করতে চান, বিশ্ববিদ্যালয়ের তরফে সেই সুযোগও দেওয়া হবে।

সংবাদ সংগ্রহ এবং সম্পাদনা, ডিজিটাল মিডিয়ার উন্নতি এবং তার প্রভাব, মিডিয়া প্রোডাকশন, সার্কুলেশনের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, অনলাইনে গবেষণা এবং তথ্য বিশ্লেষণ-সহ একাধিক বিষয় নিয়ে ক্লাস করানো হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি, হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। এ ক্ষেত্রে ইংরেজি ভাষায় পঠনপাঠন চলবে। তবে পড়ুয়ারা হিন্দি ভাষাতেও পরীক্ষা দিতে পারবেন। এ ছাড়াও চার সপ্তাহের ইন্টার্নশিপের মাধ্যমে ওয়ার্ক পোর্টফোলিও তৈরি করতে সাহায্য করবে বিশ্ববিদ্যালয়।

Advertisement

কোর্সটির প্রোগ্রাম ফি হিসাবে ১০ হাজার ৬০০ টাকা ধার্য করা হয়েছে। এই বিষয়ে বিশদ তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ignou.ac.in) দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আগ্রহীরা ১৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement