DRDO Internship 2025

পদার্থবিদ্যা নিয়ে স্নাতকে পড়াশোনা করছেন? ডিআরডিও দিচ্ছে কাজ শেখার সুযোগ

ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের ইন্টার্নশিপের জন্য বাছাই করা হবে। তাঁদের দিল্লির সলিড স্টেট ফিজ়িক্স ল্যাবরেটরিতে প্রশিক্ষণ চলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৪:১৩
Share:

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও) তরফে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। ছবি: সংগৃহীত।

স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পাঠরত অবস্থায় কাজ শিখতে চান? ছ’মাসের সবেতন ইন্টার্নশিপ করার সুযোগ দেবে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও)। ইন্টার্নশিপের প্রশিক্ষণ দিল্লির সলিড স্টেট ফিজ়িক্স ল্যাবরেটরিতে দেওয়া হবে। মোট আসন সংখ্যা ৬৫।

Advertisement

উল্লেখ্য দিল্লির ওই গবেষণাগারে অ্যাডভান্সড সেমি-কন্ডাক্টর মেটিরিয়ালস এবং ডিভাইসেস যেমন অকুস্টিক সেন্সর সিস্টেমস, ইনফ্রেরার্ড সেন্সর, ন্যানোটেকনোলজি সংক্রান্ত বিষয়ে গবেষণার কাজ চলে। এই সমস্ত প্রযুক্তি দেশের প্রতিরক্ষা সংক্রান্ত সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে।

রসায়ন, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেটিরিয়াল সায়েন্স, কোয়ান্টাম টেকনোলজি, লেজ়ার অপটিক্স, সেমিকন্ডাক্টর ডিভাইস— এই সমস্ত বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা ওই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

Advertisement

প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে পড়ুয়াদের পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। আগ্রহীরা ডিআরডিও-র ওয়েবসাইটে (drdo.gov.in) প্রকাশিত একটি ফর্ম পূরণ করে তা ই-মেল করে পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ১০ জুলাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement