IIT Kharagpur PostDoc Fellowship 2025

পিএইচডি-র পর পোস্ট ডক্টরেট ফেলোশিপের সুযোগ, কোথায় আবেদন করবেন?

পোস্ট ডক্টরেট ফেলোশিপের জন্য প্রার্থীদের এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৭:২৩
Share:

আইআইটি খড়্গপুরের তরফে পোস্ট ডক্টরেট ফেলোশিপের সুযোগ রয়েছে। প্রতীকী চিত্র।

রাজ্যে থেকেই এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার বা অ্যাডভান্সড ট্রান্সপোর্টেশন নিয়ে পোস্ট ডক্টরেট ফেলোশিপের সুযোগ রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের তরফে মোট ২০টি বিভাগ, ১৫টি সেন্টার এবং ১১টি স্কুল থেকে ওই ফেলোশিপ পাবেন পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা।

Advertisement

আগ্রহীরা কৃত্রিম মেধা, এরোস্পেস, এগ্রিকালচারাল অ্যান্ড ফুড, আর্কিটেকচার অ্যান্ড রিজ়িওনাল প্ল্যানিং, ওশান, নেভাল আর্কিটেকচার, বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজিস, কেমিস্ট্রি, সিভিল, কম্পিউটার সায়েন্স, জিয়োলজি অ্যান্ড জিয়োফিজ়িক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস, ম্যাথমেটিক্স, জিয়োলজি অ্যান্ড জিয়োফিজ়িক্স-সহ বিভিন্ন বিভাগ থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপ করতে পারবেন।

এ ছাড়াও প্রতিষ্ঠানের অ্যাডভান্সড টেকনোলজি ডেভেলপমেন্টস, ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং, সেন্টার ফর ডিজ়অ্যাবিলিটি স্টাডিজ়-এর মতো একাধিক সেন্টার, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো একাধিক স্কুল থেকেও ওই ফেলোশিপ করার সুযোগ থাকছে।

Advertisement

পিএইচডি ডিগ্রি ছাড়াও আবেদনকারীদের অন্তত দু’টি গবেষণাপত্র সায়েন্স সাইটেশন ইনডেক্স জার্নালে প্রকাশিত হতে হবে। বাছাই করা প্রার্থীরা মোট তিন বছরের জন্য ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা ফেলোশিপ হিসাবে পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। কী ভাবে আবেদন করবেন, কোন পোর্টাল মারফত নথি পাঠাতে হবে— এই সমস্ত বিষয়ে জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটের ‘জবস’ (erp.iitkgp.ac.in/Jobs) বিভাগে গিয়ে সমস্ত তথ্য জেনে নিতে হবে। আবেদনের শেষ দিন ৩১ জুলাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement