সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিটউট। ছবি: সংগৃহীত।
দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরামর্শদাতা নিয়োগ করা হবে। সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিটউটের ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনে ওই পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
উল্লিখিত পদে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর), কিংবা সমতুল্য কোনও সংস্থা থেকে অবসরপ্রাপ্ত আধিকারিককে ওই পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম, অডিট নিয়ে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। কাজের ভিত্তিতে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। নিযুক্তের জন্য সপ্তম পে কমিশন নির্ধারিত লেভেল ৮ থেকে ১০-এর অধীনে বেতন বরাদ্দ করা হয়েছে। আবেদনকারীদের বয়স ৬৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য আলাদা করে তাঁদের আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ৭ জুলাই। এই বিষয়ে বিশদ জানতে হলে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিটউটের ওয়েবসাইটে (www.cmeri.res.in) দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।