প্রতীকী চিত্র।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় চাকরির সুযোগ। রাজ্য সরকারের ওয়েবসাইটে ওই জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার অফিস অফ ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসারে আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মখালি রয়েছে।
ওই পদে পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীকে নিয়োগ করা হবে। প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়াও তাঁর কম্পিউটার ব্যবহার করে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। নিযুক্তকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আবেদনের শর্তাবলি:
এগিয়ে বাংলা, রাজ্যের প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ডাকযোগে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মার্চ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।