ওয়েস্ট বেঙ্গল ফিন্যান্সিয়াল কর্পোরেশন। ছবি: সংগৃহীত।
ওয়েস্ট বেঙ্গল ফিন্যান্সিয়াল কর্পোরেশনে কর্মখালি। ওই সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কর্মী নিয়োগের শর্তাবলি জানানো হয়েছে। শূন্যপদ একটি।
অফিসার অন স্পেশ্যাল ডিউটি পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের কোনও ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাঙ্ক কিংবা সমতুল্য প্রতিষ্ঠানে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রার্থীর বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তিকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। তাঁর জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আবেদনকারীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত আনুষঙ্গিক নথি পাঠিয়ে ডাকযোগে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১২ মার্চ। কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, সে বিষয়ে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।