বেলেঘাটার আইডি হাসপাতাল। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার পদে কাজ করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে বিশদ তথ্য জানিয়ে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত ব্যক্তিদের কাজ করতে হবে বেলেঘাটার আইডি হাসপাতালে। শূন্যপদ চারটি।
এই পদে অনূর্ধ্ব ৬৫ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। ওই পদে নিযুক্তদের কাজের মেয়াদ এক বছরের। আবেদনকারীদের অ্যালোপ্যাথি বিভাগে মেডিক্যাল প্র্যাকটিশনার হিসাবে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সার্ভিস চলাকলীন উৎকর্ষের পরিচয় রেখেছেন, এমন প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
তবে উল্লিখিত পদে ওয়ার্ডেন মাস্টার হিসাবে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হবে। হাসপাতালের তরফে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য বেলেঘাটার আইডি হাসপাতালে উপস্থিত থাকতে হবে। নিযুক্তদের জন্য মাসে ১৪ হাজার টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে।
৪ মার্চ ইন্টারভিউ নেওয়া হবে। আগ্রহীদের ওই দিন ১১টার মধ্যে বেলেঘাটার আইডি হাসপাতালে উপস্থিত থাকতে হবে। তাঁদের জীবনপঞ্জি, সচিত্র পরিচয়পত্র-সহ অন্যান্য আনুষঙ্গিক নথি সঙ্গে রাখা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।