ব্যাঙ্ক অফ বরোদা। ছবি: সংগৃহীত।
ব্যাঙ্ক অফ বরোদায় প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ। সম্প্রতি ব্যাঙ্কের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষানবিশ আইন ১৯৬১-এর নিয়ম অনুযায়ী শিক্ষানবিশ নিয়োগ করা হবে। দেশের ২৭টি রাজ্যে মোট চার হাজার কর্মী নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হবে ১৫৩ জনকে। অনলাইন পরীক্ষা ও আরও পদ্ধতির মধ্যে দিয়ে কর্মী বাছাই করা হবে। নিযুক্তদের প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ১২ থেকে ১৫ হাজার টাকা। আবেদনের জন্য কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম/ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম-এ নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ মার্চ ২০২৫। এই সংক্রান্ত সবিস্তার তথ্য ও শর্তাবলি জানতে ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটটি দেখতে পারেন।