ভারত ডায়নামিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
আইটিআই উত্তীর্ণ পড়ুয়াদের প্রশিক্ষণ দেবে ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল)। সংস্থায় দেড়শোর বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন।
সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন। নিয়োগ হবে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, মেশিনিস্ট, মেশিনিস্ট গ্রাইন্ডার, ডিজ়েল মেকানিক, আর অ্যান্ড এসি মেকানিক, টার্নার এবং ওয়েল্ডার পদমর্যাদায়। মোট শূন্যপদ ১৫৬টি। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর ধরে।
পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৪ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের দশম উত্তীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই উত্তীর্ণও হতে হবে।
পদগুলিতে আবেদনের প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ সমস্ত নথি জমা দিতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও সমস্ত নথি পাঠাতে হবে। অলাইন ৮ ডিসেম্বর এবং অফলাইনে ১২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর মেধার ভিত্তিতে শিক্ষানবিশদের নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।