Apprenticeship Recruitment 2025

স্নাতকদের প্রশিক্ষণ দেবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, আগ্রহীদের দিতে হবে পরীক্ষা

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ করা হবে। সরাসরি ওয়াক ইন টেস্ট-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৯:২৩
Share:

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক বিভাগে স্নাতকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

২০২২ কিংবা তার পরবর্তী শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং শাখার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল— উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে। এ ছাড়াও বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজ়নেস ম্যানেজমেন্ট, বিজ়নেস স্টাডিজ় বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও অপশনাল ট্রেডের অধীনে প্রশিক্ষণ নিতে পারবেন।

তবে উভয় ক্ষেত্রেই ২১ থেকে ২৫ বছর বয়সিদের আবেদন গ্রহণ কর হবে। তবে, পূর্বে অ্যাপ্রেন্টিসশিপের প্রশিক্ষণ নিয়েছেন, এমন ব্যক্তিরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর অধীনে কাজের সুযোগ পাবেন না।

Advertisement

প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১৭,৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনকারীদের মেধা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে। নিযুক্তদের মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে।

আগ্রহীদের সরাসরি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর কোটদওয়ারা দফতরে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নিয়ে আসতে হবে। ইন্টারভিউ ২২ নভেম্বরের নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement