BITM Recruitment 2025

বিড়লা টেকনোলজিক্যাল মিউজ়িয়ামে সায়েন্স কমিউনিকেটর প্রয়োজন, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা পাবেন সুযোগ

প্রার্থীদের স্থানীয় ভাষায় সাবলীল হতে হবে। নিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৩:০৮
Share:

বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম। নিজস্ব চিত্র।

স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা পেতে পারেন চাকরির সুযোগ। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়ামে সায়েন্স কমিউনিকেটর পদে কর্মী প্রয়োজন। ওই পদে নিযুক্ত ব্যক্তিকে পটনার শ্রীকৃষ্ণ সায়েন্স সেন্টারে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

পদার্থবিদ্যা, রসায়ন, বায়োসায়েন্স-এর মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তি উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ২০২২ কিংবা তার পরবর্তী শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট ডিগ্রি থাকা আবশ্যক।

লিখিত পরীক্ষা এবং কমিউনিকেশন স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাই, স্থানীয় ভাষায় সাবলীল হওয়া আবশ্যক। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

পটনার শ্রীকৃষ্ণ সায়েন্স সেন্টারের ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনকারী বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৮ সেপ্টেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement