ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। ছবি: সংগৃহীত।
ইঞ্জিনিয়ারিং শাখার বিশেষ বিষয়ে স্নাতকদের গবেষক হওয়ার সুযোগ দেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাঁকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ- সাবেক এসইআরবি) অর্থপুষ্ট প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ওই পদে নিযুক্তকে টু-ডি ডিজ়াইন সংক্রান্ত বিষয়ে গবেষণায় সহায়তার কাজ করতে হবে। এর জন্য তাঁদের মাইক্রোফ্লুইডিক্স, পেপার-বেসড ডায়গনোস্টিকস, মলিকিউলার ডায়গনোস্টিকস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক স্তরে ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা প্রয়োজন।
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে প্রাথমিক পর্যায়ে কাজ চললেও ওই মেয়াদ আরও দু’বছর পর্যন্ত বৃদ্ধি পাবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। এ জন্য তাঁদের এনআইটি, দুর্গাপুরের ওয়েবসাইটে (nitdgp.ac.in) প্রকাশিত ই-মেল আইডি-টি দেখে নেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ১১ সেপ্টেম্বর।