ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। সংগৃহীত ছবি।
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডাব্লিউবিএসসিটিভিইএসডি)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি কাউন্সিলের তরফে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দক্ষ এবং অভিজ্ঞ প্রার্থীদেরই কাউন্সিলে নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন বিষয়ের বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জন কর্মসূচির জন্য নিয়োগ করা হবে মূল্যায়নকারী (অ্যাসেসরস) এবং বিশেষজ্ঞ (শিক্ষা অথবা শিল্পক্ষেত্রের সঙ্গে জড়িত)/ প্রশিক্ষক (ট্রেনার)/ প্রশিক্ষকদের প্রশিক্ষক (ট্রেনার অফ ট্রেনার্স)/ পর্যবেক্ষক (অবজারভার্স)। শূন্যপদ অথবা বেতন সম্পর্কিত বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। অস্থায়ী ভাবে এবং প্রয়োজনের ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতার শর্তাবলি কাউন্সিলের ওয়েবসাইট থেকে জানা যাবে।
নিয়োগের আগে বাছাই প্রার্থীদের প্রশিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তী বিজ্ঞপ্তি বেরনোর আগে পর্যন্ত সারা বছর ধরেই আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। নিযুক্তদের রাজ্য সরকারের টেকনিক্যাল এডুকেশন বিভাগ, ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট বিভাগের বিভিন্ন শাখার জন্য মূল্যায়ন, পাঠ্যক্রম তৈরি, প্রশিক্ষণ-সহ অন্যান্য কাজ করতে হবে।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এই বিষয়ে সমস্ত শর্তাবলি জানার জন্য প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট-এর ওয়েবসাইট দেখতে হবে।