HCSL Recruitment 2025

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে চান? হুগলি কোচিন শিপইয়ার্ড জানাচ্ছে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড

কোচিন শিপইয়ার্ডের অধীনস্থ সংস্থাটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করবে। এই কাজে নিয়োগের জন্য প্রার্থীর কোন শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন, তা বিশদে জানানো হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৫:২৯
Share:

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য প্রার্থীর কোন শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন, তা বিশদে জানানো হল। প্রতীকী চিত্র।

ইঞ্জিনিয়ার নিয়োগ করবে হুগলি কোচিং শিপইয়ার্ড লিমিটেড। কোচিন শিপইয়ার্ডের অধীনস্থ সংস্থাটি ইনফরমেশন টেকনোলজি বিভাগে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ওই সংস্থায় কাজ করতে হবে। উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতক হতে হবে। তবে, উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।

উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের সিস্টেমস, অ্যাপ্লিকেশনস অ্যান্ড প্রোডাক্টস ইন ডেটা প্রসেসিং অর্থাৎ স্যাপ বা এন্টারপ্রাইজ় রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সংক্রান্ত বিভাগে সাত বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫৮ হাজার ৯৯৬ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। কাজ করতে আগ্রহীরা অনলাইনে ২৪ জুলাইয়ের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। আবেদনমূল্য ৪০০ টাকা। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে হলে হুগলি কোচিন শিপইয়ার্ডের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement