CNCI Kolkata Recruitment 2025

কলকাতার ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, রইল আবেদনের শর্তাবলি

অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিদের কাজের সুযোগ রয়েছে কলকাতার ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ২০:২০
Share:

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কলকাতার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং স্ট্যাটিস্টিশিয়ান প্রয়োজন। ওই কাজের জন্য দু’জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাঁদের যথাক্রমে তিন এবং ছ’মাসের চুক্তিতে বহাল রাখা হবে।

Advertisement

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে সোশিয়োলজি, অ্যানথ্রোপলজি, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্তের প্রতি মাসের পারিশ্রমিক ৩১ হাজার টাকা হবে।

স্ট্যাটিস্টিশিয়ান হিসাবে রাশিবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা কাজের সুযোগ পেতে পারেন। এর জন্য তাঁদের আর স্টুডিয়ো এবং পাইথন প্রোগ্রামিং কিংবা সমতুল বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন। নিযুক্তকে প্রতি মাসে ৩৫ হাজার ৫৬০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের নিউটাউনের ক্যাম্পাসে ২৪ জুলাই উপস্থিত থাকা প্রয়োজন। তবে, আলাদা করে ২০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে হাসপাতালের ওয়েবসাইটে (cnci.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement