ISRO Recuitment 2025

ইসরো-র একাধিক বিভাগে কর্মী চাই, আবেদনের সুযোগ পাবেন স্নাতকেরাও

ইসরো-র একাধিক বিভাগে কাজের জন্য সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট-সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৪:২১
Share:

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে (ইসরো)। ছবি: সংগৃহীত।

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে (ইসরো) কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র-সহ একাধিক বিভাগে কাজের জন্য মেডিক্যাল অফিসার, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, রেডিয়োগ্রাফার, টেকনিশিয়ান, ড্রাফটসম্যান এবং অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। উল্লিখিত পদে মোট ১৫৯ জনকে নিয়োগ করা হবে।

Advertisement

আবেদনকারীদের যোগ্যতা:

১. সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের। উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। প্রতি মাসে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

২. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে টেকনিক্যাল শাখার যে কোনও বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের কাজের সুযোগ দেওয়া হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। প্রতি মাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

৩. নার্সিং-এ ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা নার্স পদে আবেদন করতে পারবেন। উল্লিখিত পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ৬৯,৫৯৫ টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে।

৪. টেকনিশিয়ান, ড্রাফটসম্যান পদের জন্য দশম উত্তীর্ণদের নিয়োগ করা হবে। তাঁদের ফিটার কিংবা সমতুল্য ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট-এর (আইটিআই) শংসাপত্র থাকা প্রয়োজন। নিযুক্তদের প্রতি মাসে ৩৩,৬৩৫ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। কাজের সুযোগ পাবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সি ব্যক্তিরা।

৫. এ ছাড়াও রেডিয়োগ্রাফার, কুক, লাইট ভেহিকেল ড্রাইভার পদেও কর্মী নিয়োগ করবে ইসরো। রেডিয়োগ্রাফিতে ডিপ্লোমা করেছেন এবং দশম উত্তীর্ণ হয়েছেন— এমন প্রার্থীরা উল্লিখিত পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। বেতন হিসাবে ১৯,৯০০ থেকে ৮১,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, কিছু কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়াও হতে পারে। আগ্রহীরা অনলাইনে ১৪ নভেম্বরের মধ্যে আবেদন পত্র পাঠাতে পারবেন। ইসরো-র ওয়েবসাইট থেকে আবেদন গ্রহণ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement