এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মখালি। কেন্দ্র সরকারের অধীন এই সংস্থায় চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। সংস্থায় জুনিয়র এগজ়িকিউটিভ পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য ৯৭৬ জনকে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট কাজের জন্য আর্কিটেকচার, সিভিল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশনস, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকদের নিয়োগ করা হবে। তাঁদের ২০২৩, ২০২৪ কিংবা ২০২৫-এর গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ২৭ বছর হতে হবে। নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক পাবেন। তবে, উল্লিখিত পদে সরকারি বিভাগের আধিকারিকেরাও শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন।
এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট (aai.aero) থেকে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ২৮ সেপ্টেম্বর। বাছাই করা প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হবে।