কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই-সহ বিভিন্ন শহরে নিযুক্তেরা কাজ করার সুযোগ পাবেন। শূন্যপদ ১০৫টি।
CDAC Jobs 2025

প্রজেক্ট অ্যাসোসিয়েট-সহ একাধিক বিভাগে শতাধিক কর্মী প্রয়োজন, কোন শর্তে আবেদনের সুযোগ, জানাল সিড্যাক

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৪:১২
Share:

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে (সিড্যাক)। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন? কিংবা কৃত্রিম মেধায় দক্ষ? তা হলে চাকরির সুযোগ পেতে পারেন সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে (সিড্যাক)। কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার বিভিন্ন বিভাগে প্রজেক্ট স্টাফ হিসাবে নিয়োগ করা হবে। শূন্যপদ ১০৫টি।

Advertisement

উল্লিখিত পদে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ওয়েব ডেভেলপমেন্ট কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তাঁদের স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

প্রার্থীদের বয়স ৩০ থেকে ৫৬ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের পূর্বে সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স, ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড কাজের এক থেকে ন’বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তেরা বছরে ৩ লক্ষ থেকে ২২ লক্ষ টাকা বেতন হিসাবে পাবেন।

Advertisement

অনলাইনে কিংবা অফলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। অনলাইনে এ জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য আলাদা করে কোনও ফি ধার্য করা হয়নি। আবেদনের শেষ দিন ২০ অক্টোবর। এই বিষয়ে বিশদ জানতে সি-ড্যাকের ওয়েবসাইটে (careers.cdac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement