— প্রতিনিধিত্বমূলক চিত্র।
পূর্ব বর্ধমান স্বাস্থ্য জেলায় চাকরির সুযোগ পেতে পারেন দ্বাদশ উত্তীর্ণেরা। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য এমন প্রার্থী প্রয়োজন। শূন্যপদ একটি।
অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টস, অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করেছেন, এমন দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন।
তবে, প্রার্থীদের রাজ্য সরকারি হাসপাতাল বা ক্লিনিকে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩১ অক্টোবর। বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।