ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।
পরামর্শদাতা পদে কাজ করতে চান? ওই পদে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিইআর), কলকাতার তরফে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি বা মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের পরামর্শদাতা হিসাবে ১০ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রার্থীদের বয়স ৫৮ বছরের মধ্যে হতে হবে। তাঁদের অ্যাকাডেমিক এবং ট্রেনিং প্রোগ্রাম সংক্রান্ত কাজে পরামর্শদাতা হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ওই কাজে নিযুক্তকে ১২ মাস অর্থাৎ এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁর কর্মস্থল হবে এনআইটিটিটিইআর, কলকাতার গুয়াহাটির এক্সটেনশন সেন্টার। আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৭ অক্টোবর।