— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। সেন্টার ফর মর্ডান ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ়েস, লিটারেচারস অ্যান্ড কালচার স্টাডিজ-এ অতিথি শিক্ষক (গেস্ট ফ্যাকাল্টি) পদে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ একটি।
ফরাসি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পাশ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং ট্রান্সলেশনাল স্টাডিজ়, লিটারেসি অ্যান্ড কালচারাল স্টাডিজ় বিষয়ে স্পেশ্যালাইজ়েশন থাকে— তাঁকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
অতিথি শিক্ষককে প্রতি লেকচারে ১,৫০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে ওই পদে কাজ চলবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩ ডিসেম্বর। প্রার্থীদের যোগ্যতা কী ভাবে যাচাই করা হবে, সেই সম্পর্কে কোনও তথ্য বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়নি।