কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ। উদ্ভিদবিদ্যা এবং বায়োকেমিস্ট্রি বিভাগের যৌথ উদ্যোগে বিশেষ প্রকল্পে কাজ চলছে। ওই প্রকল্পেই সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ একটি।
কেন্দ্র সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি-র (ডিবিটি) তরফে অনুদানের জন্য একটি বিশেষ বিভাগ চালু করা হয়েছে। বুস্ট টু ইউনিভার্সিটি ইন্টারডিসিপ্লিনারি লাইফ সায়েন্স ডিপার্টমেন্টস ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ প্রোগ্রাম-এর (বিল্ডার) শীর্ষক ওই বিভাগের মাধ্যমে স্নাতকোত্তর স্তরে লাইফ সায়েন্সেস শাখার একাধিক বিষয়ে গবেষণার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা এবং বায়োকেমিস্ট্রি বিভাগের প্রকল্পটিও ডিবিটি-বিল্ডার থেকে আর্থিক সাহায্য পাচ্ছে। সেই অনুযায়ী নিযুক্তকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। মোট পাঁচ বছরের চুক্তিতে উল্লিখিত প্রকল্পে কাজ চলবে।
রসায়ন ছাড়াও বায়োফিজ়িক্স কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
ই-মেল মারফত আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২০ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।