বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
গবেষক খুঁজছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। মাইক্রোবায়োলজি এবং প্রাণিবিদ্যা বিভাগের একটি প্রকল্পে গবেষক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। শূন্যপদ একটি।
কোন প্রকল্পে কর্মখালি?
কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে কাজ করছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), বোস ইনস্টিটিউট এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সেই প্রকল্পেই সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে গবেষক প্রয়োজন।
কারা আবেদন করবেন?
বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে।
পারিশ্রমিক:
প্রতি মাসে নিযুক্ত ব্যক্তিকে ১৮ হাজার টাকা পারিশ্রমিক এবং বাড়ি ভাড়াবাবদ ভাতা দেওয়া হবে।
চুক্তির মেয়াদ:
প্রকল্পটিতে চার বছরের চুক্তিতে কাজের সুযোগ থাকছে। তবে, ওই মেয়াদ পরিবর্তন হতে পারে।
কী ভাবে নিয়োগ?
২৯ অগস্ট সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (ecircular.vidyasagar.ac.in) দেখে নিতে পারেন। ইন্টারভিউয়ের দিন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি নিয়ে উপস্থিত থাকতে হবে।