Consultant Govt Jobs 2025

পরামর্শদাতা প্রয়োজন রাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনে, আবেদনের সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারেরা

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা রাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনে চাকরির সুযোগ পেতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১১:০৯
Share:

বিদ্যুৎ ভবন। ছবি: সংগৃহীত।

রাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনে কর্মখালি। ওই সংস্থার তরফে পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে কর্মী নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

কী কাজ করতে হবে?

ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তির ভিত্তিতে ওই পদে কর্মী প্রয়োজন। নিযুক্ত ব্যক্তিকে প্রজেক্টের অর্থ ব্যয়ের খতিয়ান, আইনি সমস্যায় পরামর্শ, বিদ্যুৎ বণ্টনের প্রভাবের হিসেব নিকেশের মতো বিষয়গুলি নিয়ে কাজ করতে হবে। তবে, কতজনকে ওই পদে নিয়োগ করা হবে, সেই সম্পর্কিত তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

Advertisement

কারা আবেদন করবেন?

এ ক্ষেত্রে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে ডিগ্রি থাকা প্রয়োজন। এ ছাড়াও অন্তত ১৫ বছর ম্যানেজার কিংবা সমতুল পদে কোনও শক্তি উৎপাদন কেন্দ্রে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্তকে মোট ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। এই মেয়াদ কাজের উৎকর্ষের নিরিখে বৃদ্ধি পেতে পারে।

অন্যান্য তথ্য:

পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ডাকযোগে আগ্রহীরা আবেদন করতে পারবেন। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২২ সেপ্টেম্বর। কমিশনের ওয়েবসাইটে (wberc.gov.in) গিয়ে আরও তথ্য জেনে নিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement