প্রতীকী চিত্র।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ড্যাক)-এর তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। ওই সংস্থায় অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। প্রসঙ্গত এই সংস্থাটি কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ।
উল্লিখিত পদে ইংরেজি কিংবা হিন্দি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের অনুবাদ সংক্রান্ত কাজ এবং প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে তাঁদের কেন্দ্র কিংবা রাজ্য সরকার অধীনস্থ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। পরে ওই আরও বৃদ্ধি পেতে পারে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে তাঁকে ৭৮ হাজার ৮০০ টাকা বরাদ্দ করা হবে। আবেদনকারীদের বয়স ৬৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
ডাকযোগে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৩ মে। কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, আবেদনপত্রের সঙ্গে কী কী নথি জমা দিতে হবে— এই সব বিষয়ে আরও জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।