সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের দুর্গাপুরের গবেষণা সংস্থায় কর্মখালি। সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ৩৯।
উল্লিখিত পদে মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি এবং ডিপ্লোমা অর্জন করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। এ ছাড়াও দশম উত্তীর্ণ এবং ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিস্ট-সহ বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই) উত্তীর্ণরাও চাকরির সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট পদে নিযুক্তের বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের প্রতি মাসের পারিশ্রমিক ১৮ হাজার থেকে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ছ’বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। তবে, উল্লিখিত পদে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে ছ’বছরের কম সময়ের চুক্তিতে বহাল রাখা হবে।
দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের তরফে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রার্থীদের ২৪ এবং ২৫ জুন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে (www.cmeri.res.in) মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।