চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
রাজ্যের সরকারি হাসপাতালে নির্দিষ্ট সময়ের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের হসপাতালে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে ৪৪ দিনের চুক্তির ভিত্তিতে সিনিয়র রেসিডেন্ট হিসাবে নিযুক্তকে কাজ করতে হবে। শূন্যপদ তিনটি।
৪৪ দিনের চুক্তিতে নিযুক্তদের রেডিয়োলজি, সার্জিক্যাল অনকোলজি বিভাগে কাজ করতে হবে। ওই বিভাগে পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তাঁদের রেডিয়োলজি, অনকোলজি কিংবা মেডিক্যাল শাখার সমতুল্য কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা আবশ্যক।
প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়ার প্রয়োজন। মোট ৪৪ দিনের চুক্তিতে উল্লিখিত বিভাগে কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তাই আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র ও অন্য গুরুত্বপূর্ণ নথি-সহ আবেদনপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। সঙ্গে ২০০ টাকার ডিমান্ড ড্রাফট রাখা প্রয়োজন। ২৩ জুন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের হাজরার ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে হাসপাতালের ওয়েবসাইটে (cnci.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।