দামোদর ভ্যালি কর্পোরেশন। ছবি: সংগৃহীত।
দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মখালি। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
অ্যাসোসিয়েট কনসাল্ট্যান্ট নিয়োগ করা হবে। সিভিল-অ্যাডমিনিস্ট্রেশন এবং সিকিউরিটি বিভাগে কাজ করতে হবে নিযুক্ত ব্যক্তিকে। মোট শূন্যপদ রয়েছে তিনটি। সিভিল-অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে এক জন এবং সিকিউরিটি বিভাগে দু’জনকে নিয়োগ করা হবে। কর্মস্থল দুর্গাপুর। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। সে ক্ষেত্রে স্টেট সিভিল সার্ভিস/ স্টেট পুলিশ সার্ভিস-এর অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
কী ভাবে করতে হবে আবেদন?
ডিভিসি-র ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ারে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিভিসি-র ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে। পাশাপাশি, বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বর বা ই-মেল আইডিতেও যোগাযোগ করা যেতে পারে।