WB Health Recruitment 2025

ডায়মন্ড হারবার স্বাস্থ্যজেলায় মেডিক্যাল বিশেষজ্ঞ প্রয়োজন, দিতে হবে ইন্টারভিউ

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার স্বাস্থ্যজেলায় ২৮ জন কর্মীকে ১২টি বিভাগে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৪:১৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দক্ষিণ ২৪ পরগনায় কর্মখালি। ওই জেলার ডায়মন্ড হারবারের চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথের ১২টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ২৮টি।

Advertisement

কোন পদে হবে নিয়োগ?

যোগ প্রশিক্ষক, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, পিডিয়াট্রিশিয়ান, মেডিসিন স্পেশ্যালিস্ট, অপথ্যালমোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

পারিশ্রমিক:

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারদের ৬০ হাজার টাকা; পিডিয়াট্রিশিয়ান, মেডিসিন, অপথ্যালমোলজিস্টদের প্রতি দিন ৩ হাজার টাকা, ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে ৩০ হাজার টাকা, স্টাফ নার্সকে ২৫ হাজার টাকা, ল্যাবরেটরি টেকনিশিয়ানকে ২২ হাজার টাকা, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টদের ১৩ হাজার টাকা এবং যোগ প্রশিক্ষকদের ৫-৮ হাজার টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

কারা আবেদন করবেন?

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিপ্রাপ্তরা পিডিয়াট্রিশিয়ান, মেডিসিন স্পেশ্যালিস্ট, অপথ্যালমোলজিস্ট পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের পদের চাহিদা অনুযায়ী, মেডিসিন, পিডিয়াট্রিক মেডিসিন, অপথ্যালমোলজি বিষয়ে ডক্টরেট অফ মেডিসিন (ডিএম), মাস্টার অফ চিরুগিয়ে (এমসিএইচ), ডক্টর অফ মেডিসিন (এমডি), ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি থাকা প্রয়োজন।

অন্য পদের ক্ষেত্রে মনোবিদ্যায় উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ, নার্সিং-এ ডিগ্রি; যোগ, ন্যাচেরোপ্যাথি, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা রয়েছে, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের শর্তাবলি:

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে নিয়োগ করা হবে। ৭ নভেম্বর ডায়মন্ড হারবারের চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথের দফতরে ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন অনলাইনে একটি ফর্ম পূরণ করে ১০০ টাকা আবেদনমূল্য জমা দিয়ে ১১টার আগে পৌঁছে যেতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement