চন্দ্রপুর ফেরো অ্যালয় প্লান্ট। ছবি: সংগৃহীত।
স্টিল অথোরিটি অফ ইন্ডিয়ায় কর্মখালি। ওই সংস্থার চন্দ্রপুর ফেরো অ্যালয় প্লান্ট-এ অ্যাডভাইজ়ার/কনসালট্যান্ট পদে চারজনকে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট কারখানার পাওয়ার প্লান্ট, প্রোডাকশন, মেকানিক্যাল মেন্টেনেন্স এবং হিউম্যান রিসোর্স বিভাগে তাঁদের কাজ করতে হবে।
অনূর্ধ্ব ৬৫ বছর বয়সিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া কিংবা সমতুল সংস্থায় এক্জ়িকিউটিভ পদে কাজ করেছেন, এমন ব্যক্তিদের আবেদন ওই পদের জন্য গ্রহণ করা হবে।
মোট এক বছরের চুক্তিতে তাঁদের কাজ চলবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অনলাইনে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের স্ক্রিনিং কাম সিলেকশন কমিটি ইন্টারভিউয়ের জন্য বাছাই করে নেবে।
অনলাইনে ২৭ অক্টোবরের মধ্যে ই-মেল মারফত আবেদন জমা দিতে হবে। ইন্টারভিউ ২৯ অক্টোবর হতে চলেছে। কোথায় ইন্টারভিউ হবে, কী ভাবে আবেদন জমা দেবেন— এই সমস্ত তথ্য সংস্থার ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।