আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি হাসপাতালে চাকরির সুযোগ। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে। অ্যানস্থেশিয়োলজি-সহ একাধিক বিভাগে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ন’টি।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, অ্যানস্থেশিয়োলজি, কার্ডিয়োলজি, কার্ডিয়োথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি (সিটিভিএস), ইউরোলজি, অর্থোপেডিকস, পিডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি এবং জেনারেল সার্জারি বিভাগে চুক্তির ভিত্তিতে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে।
ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রির সঙ্গে ডক্টরেট অফ মেডিসিন (ডিএম), মাস্টার অফ চিরুগিয়ে (এমসিএইচ), ডক্টর অফ মেডিসিন (এমডি), ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) রয়েছে, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পেতে পারেন।
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মোট ছ’মাসের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। আগ্রহীদের ডাকযোগে কিংবা হাসপাতালে উপস্থিত হয়ে সশরীরের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৭ নভেম্বর। বাছাই করা প্রার্থীদের ১১ নভেম্বর ইন্টারভিউয়ের জন্য হাসপাতালে পৌঁছে যেতে হবে।