ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেস। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেস-এর তরফে পিএইচডি ডিগ্রি প্রাপ্তদের আবেদন চাওয়া হয়েছে। যাদবপুরের ওই রাষ্ট্রায়ত্ত সংস্থায় ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
উল্লিখিত পদে জীববিদ্যায় পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ে গবেষণাগারে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। কারণ নিযুক্তকে গবেষণার কাজে পড়ুয়াদের পরামর্শ দিতে হবে। তবে, নিযুক্তের বয়স সম্পর্কে সংস্থার তরফে কোনও তথ্য জানানো হয়নি।
সংশ্লিষ্ট পদে নিযুক্তকে প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। কাজের চাহিদা অনুযায়ী, ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। সংস্থার নিয়মানুসারে নিযুক্তকে রিসার্চ অ্যাসোসিয়েটের সমতুল পারিশ্রমিক দেওয়া হবে।
প্রার্থীর কর্মদক্ষতা, শিক্ষাগত যোগ্যতার নিরিখে চূড়ান্ত পদের জন্য বেছে নেওয়া হবে। এর পর তাঁর ইন্টারভিউ নেবে বিশেষজ্ঞ কমিটি। স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস-এ তাঁর কর্মস্থল হতে চলেছে। ই-মেল মারফত প্রার্থীরা ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।