প্রতীকী চিত্র।
বীরভূমের স্কুলে শিক্ষকতার সুযোগ। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জারি করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। সেখানে জানানো হয়েছে, প্রার্থীদের নিয়োগের জন্য যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
বোলপুরে একবল্য মডেল আবাসিক স্কুলের জন্য এই নিয়োগ। সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। কতগুলি শূন্যপদ রয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিযুক্তদের স্কুলে সংস্কৃত ভাষা পড়াতে হবে।
আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংস্কৃত ভাষায় স্নাতকোত্তর হতে হবে। থাকতে হবে বিএড উত্তীর্ণ হওয়ার শংসাপত্র।
নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। তাঁদের বেতন হবে মাসে ১২,০০০ টাকা।
আগামী ৪ ডিসেম্বর দুপুর ২টো নাগাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের সঙ্গে রাখতে হবে সচিত্র প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং অন্য জরুরি নথি। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।