ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এ একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে দক্ষ পেশাদার কর্মী প্রয়োজন। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সংস্থায় ফাংশনাল কনসালট্যান্ট, এমসএস অ্যাপ ডেভেলপমেন্ট কনসালট্যান্ট (জুনিয়র ও সিনিয়র), স্যাপ অ্যাপ ডেভেলপমেন্ট কনসালট্যান্ট (জুনিয়র ও সিনিয়র), স্যাপ পোর্টাল ডেভেলপমেন্ট কনসালট্যান্ট (জুনিয়র) এবং স্যাপ বেসিস কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ হবে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। স্থায়ী মেয়াদের এই পদগুলিতে সর্বাধিক তিন বছরের জন্য কাজের সুযোগ মিলবে।
পদের ভিত্তিতে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বা ৩৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের উপর নির্ভর করে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১,০৭, ৮৫০ টাকা থেকে শুরু করে ১,৬২,৯০০ টাকা পর্যন্ত।
সমস্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৯ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর আবেদনপত্র স্ক্রিনিং, লিখিত/কম্পিউটার নির্ভর পরীক্ষা, কেস বেসড্ ডিসকাশন, গ্রুপ টাস্ক, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।