প্রতীকী চিত্র।
যে কোনও ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন আলোচ্য বিষয়। ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তাকে নানা ভাবে কাজে লাগানো যায়। কী ভাবে তা সম্ভব?
এ বার তা-ই শেখাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠানের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের তরফে স্বল্পমেয়াদি একটি কোর্স করানো হবে। যৌথ ভাবে সাহায্য করবে একটি বেসরকারি সংস্থা। এ জন্য শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া।
প্রতিষ্ঠানের তরফে ‘অ্যাপ্লিকেশন অফ ‘এআই ইন বিজ়নেস ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি কোর্স করানো হবে। বেসরকারি সংস্থা কগনিটিভ এআই ইনস্টিটিউট-এর সঙ্গে যৌথ ভাবে এই কোর্স করাবে আইআইএসডব্লিউবিএম। ক্লাস শুরু অগস্টে। চলবে পরবর্তী আট সপ্তাহ। কোর্সটি হাইব্রিড মাধ্যমে পড়ানো হবে। তবে পড়ুয়াদের সুবিধার্থে প্রতি শনিবার বেশিরভাগ ক্লাসই হবে অনলাইনে। কোর্স ফি ৪,০০০ টাকা।
ম্যানেজমেন্টের স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য পেশাদারি এই কোর্স তাঁদের চাকরির সুযোগবৃদ্ধিতে সাহায্য করবে। ব্যবসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে কী কী সুবিধা হতে পারে, তা-ও শেখাবে এই কোর্স। পাঠক্রমে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক বিষয় এবং জেনারেটিভ এআই-এর প্রয়োগ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং এআই টুলস, এআই স্ট্র্যাটেজি ও বিজ়নেস ইন্টিগ্রেশন, এআই গভর্ন্যান্স, এথিক্স ও কমপ্লায়েন্স এবং ক্রিটিক্যাল থিঙ্কিং ও এআই ডিসিশন মেকিং।
আগ্রহীরা মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।