HCL Recruitment 2025

শূন্যপদ ২০৯টি, কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড

আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৮:৩৫
Share:

হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)। সংগৃহীত ছবি।

কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)-এ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগের জন্য এই নিয়োগ। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা শুরু হবে ১৯ মে থেকে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ট্রেড অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদের সংখ্যা ২০৯। নিযুক্তরা সংস্থার বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত পদমর্যাদায় প্রশিক্ষণ পাবেন, সেগুলি হল— মেট (মাইনিং), ব্লাস্টার (মাইনিং), ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, ডিজ়েল মেকানিক, ফিটার, টার্নার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ড্রাফটসম্যান, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়ার, পাম্প অপারেটর কাম মেকানিক, এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার মেকানিক জিয়োলজি, ইলেক্ট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, সিভিল, মেকানিক্যাল এবং সিস্টেম। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক থেকে তিন বছর পর্যন্ত।

আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের ১৯৬১ সালের শিক্ষানবিশি আইন মেনে প্রতি মাসে বৃত্তি দেওয়া হবে।

Advertisement

সমস্ত পদের জন্যই প্রার্থীদের দশমের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিছু পদের জন্য এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির ধার্য করা হয়েছে। এর পর প্রার্থীদের মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের জন্য কোনও অর্থমূল্য জমা দিতে হবে না। আগামী ২ জুন আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement