ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেস রিসার্চ অ্যাসোসিয়েট হওয়ার সুযোগ দিচ্ছে। ছবি: সংগৃহীত।
পিএইচডি ডিগ্রি অর্জনের পর গবেষণার সুযোগ খুঁজছেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেসের স্কুল অফ মেটিরিয়াল সায়েন্সে সেই সুযোগ পেতে পারেন। ওই বিভাগে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজের জন্য কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট কাজের জন্য রসায়ন কিংবা মেটিরিয়াল সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা আবশ্যক। তবে, যাঁরা ইতিমধ্যেই পিএইচডি থিসিস জমা দিয়ে ফেলেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। উভয় ক্ষেত্রেই প্রার্থীদের সেমিকন্ডাক্টর ন্যানোক্রিস্টালস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
সংশ্লিষ্ট বিভাগে মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। এ জন্য রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থার তরফে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। তবে, সে জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন।
ই-মেল মারফত আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ১ অগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে। অগস্টের প্রথম সপ্তাহে বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। সংশ্লিষ্ট বিভাগের কাজের অন্য শর্তাবলি জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থার ওয়েবসাইট (iacs.res.in) থেকে দেখে নেওয়া প্রয়োজন।